জি এম সালমান সিদ্দিকী , সাতক্ষীরা | সোমবার, ২৩ আগস্ট ২০২১ | প্রিন্ট
সাতক্ষীরার পৌরদীঘিতে যুবকের মরদেহ ৩ ঘন্টা পর উদ্ধার করেছে ডুবুরিদল। নিহত যুবক সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশ মহিবুল্লাহ (৪২) । তিনি সদর উপজেলার মাছখোলা গ্রামের দ্বীন আলীর ছেলে। রোববার (২২ আগষ্ট) সন্ধ্যা সাতটার দিকে সদর সাব রেজিস্ট্রার মশিয়ার রহমান, নকল নবিশ মহিবুল্লাহ ও আরো একজনসহ তিনজন পৌরদীঘিতে গোসল করতে নামেন। সাঁতার কাটার এক পর্যায়ে মহিবুল্লাহ নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস চলে আসলেও ডুবুরি না থাকায় তারা উদ্ধার কাজ চালাতে ব্যর্থ হয়। পরে খুলনা থেকে ডুবুরি দল এসে রাত ১১ টারদিকে নিখোঁজ মহিবুল্লার মরদেহ উদ্ধার করেছে। উদ্ধারের পর এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশ থানা হেফাজতে রাখা আছে ।
Posted ১:১৫ অপরাহ্ণ | সোমবার, ২৩ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।