সালমান সিদ্দিকী সবুজ, সাতক্ষীরা থেকে:
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ঘূর্ণিঝড়ের আঘাতে বিধ্বস্ত হয়েছে কয়েকটি এলাকা এবং ফসলের ও যথেষ্ট ক্ষতি হয়েছে ।সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার কুলিয়া ইউনিয়ন সহ আশেপাশের কয়েকটি ইউনিয়নে হঠাৎ ঘূর্ণিঝড়ের আঘাতে অনেক বাড়িঘর সম্পুর্ন ভেঙে গেছে।
তবে বড় কোন হতাহতের ঘটনা ঘটেনি। কৃষি জমির যথেষ্ট ক্ষতি হয়েছে অনেক কৃষকের এখন মাথায় হাত। কিভাবে পরিশোধ করবে ঋণের কিস্তি এই চিন্তায়। ঝড়ের পরবর্তি সময়ে এলাকার কুলিয়া ইউনিয়নের মেম্বার ও চেয়ারম্যান এসে ক্ষতির পরিমাণ সরজমিনে দেখে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের জন্য সহায়তার আশ্বাস দেন।
কৃষকদের জন্য ঋণের কারণে হয়রানির শিকার না হতে হয় সে ব্যাপারে এনজিও কর্মীদের সাথে কথা বলবেন বলে জানান জনপ্রতিনিধিরা। একটি লক্ষ্যণীয় বিষয় হলো জনপ্রতিনিধিরা এলাকাবাসীকে করোনার ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে দেখা গেছে।