আব্দুর রহমান, সাতক্ষীরা: | শনিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দরিদ্র অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সমাজের অবহেলিত মানুষের কল্যাণে নানামুখী উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের পাশাপাশি আর্তপীড়িত মানুষের পাশে দাঁড়ানো বৃত্তবানদের দায়িত্ব ও কর্তব্য উল্লেখ করে তিনি বলেন, পৌরসভার বিভিন্ন এলাকায় অসহায় মানুষগুলো শীতের তীব্রতায় ভুগছেন। তাদের শীত নিবারণে এ কম্বল বিতরণ করা হয়েছে। সমাজের অসহায় হতদরিদ্র এসব মানুষের সহযোগিতায় এগিয়ে আসার জন্য সমর্থবান সকলের প্রতি আহবান জানিয়েছেন তিনি।’ শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে ইটাগাছা পূর্বপাড়ায় হত দরিদ্র ১৮০০ শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণকালে সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু এসব কথা বলেন। পৌরসভার ৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পৌর কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু নিজ উদ্যোগে ১৮০০ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন এবং এ কম্বল বিতরণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহিন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য শেখ আনোয়ার হোসেন আনু, আওয়ামী লীগ নেতা আবুল কালাম, আতিয়ার রহমান, যুবলীগ নেতা নাজির হোসেন গাজী, ফজলু ঢালী, ছাত্রলীগ নেতা সাকিব হোসেন ছট্রু, মাসুদুর রহমান নিশান প্রমুখ। ক্যাপশন: সাতক্ষীরায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু।
Posted ৬:১৩ অপরাহ্ণ | শনিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।