ইউসুফ চৌধুরী-রাজশাহী প্রতিনিধিঃ | মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১ | প্রিন্ট
রাজশাহী আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও রাজশাহী-৩ আসনের সাংসদ আয়েন উদ্দিন এর আশু রোগ মুক্তি কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।তিনি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (১১ অক্টোবর) সকালে নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ এর কার্যালয়ে এই দোয়ার আয়োজন করা হয়। এ সময় নওহাটা পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ মুসল্লিদের কাছে সাংসদ আয়েন উদ্দিন এর শারীরিক সুস্থতার জন্য দোয়া চান। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন পবা উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা ওবায়দুল্লাহ। উক্ত দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নওহাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. দিদার হোসেন ভুলু, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আজিজুল হক, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পারভেজ, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজির, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুখলেছুর রহমান, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুফিয়ান, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হাবিবুর রহমানসহ সকল কাউন্সিলরবৃন্দ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, নওহাটা পৌরসভার সচিব মো. মিজানুর রহমান, নওহাটা পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান আলী, হিসাব রক্ষক মো. সাজ্জাদ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. মনিরুল ইসলাম ও মো. তৌফিক হাসানসহ পৌরসভার সকল কর্মচারী- কর্মকর্তা বৃন্দ। উল্লেখ্য যে, তিনি শনিবার সকাল ১১ টায় নমুনা সংগ্রহ করা হয়। করোনা রিপোর্ট পজিটিভ আসায় বর্তমানে তিনি নওহাটা বাসায় আইসোলেশনে রয়েছেন। তার শরীরে ব্যথা ছাড়া অন্য কোনো উপসর্গ নেই।
Posted ১১:৫৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।