• শিরোনাম

    সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে পাবনায় গণমাধ্যম কর্মীদের প্রতিকী অনশন

    জামিল হোসেন, পাবনা | বৃহস্পতিবার, ২০ মে ২০২১ | পড়া হয়েছে 204 বার

    সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে পাবনায় গণমাধ্যম কর্মীদের প্রতিকী অনশন

    apps

    বৃহস্পতিবার (২০ মে ) বেলা ১২ টার দিকে শহরের আব্দুল হামিদ সড়কের প্রেসক্লাবের সামনে পাবনায় কর্মরত গণমাধ্যমকর্মীগণ সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সমবেত হন। পাবনা প্রেসক্লাবের আয়োজনে চলামান প্রতিবাদ কর্মসূচির বৃহস্পতিবার ছিলো তৃতীয় দিন। প্রতিবাদ কর্মসূচির শেষ দিনের এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি এ বি এম ফজলুর রহমান, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, সাধারন সম্পাদক সৈকত আফরোজ আসাদ, রিপোটার্স ইউনিটির সম্পাদক কাজী মাহাবুব মোর্শেদ বাবলা, প্রথম আলোর সাংবাদিক সরোয়ার উল্লাস, একাত্তর টিভির মুস্তাফিজ রাসেল, এশিয়ান টিভির প্রতিনিধি শফিক আল কামালসহ জেলায় কর্মরত সকল ইলেকট্রনিক, প্রিন্ট, আনলাইন ও স্থানী পত্রিকার সাংবাদিকগণ এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। প্রতীকী অনশনে সাংবাদিক রোজিনা ইয়াসমিনকে মুক্তি না দেয়া হলে পরবর্তীতে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষনা দেয়া হবে বলে জানানো হয়। একই সাথে সকল কালো আইন বাতিল করে স্বাধীন সাংবাদিকতা করার সুযোগ প্রদানের জন্য সরকারের প্রতি সুদৃষ্টি কামনা করেন। এই ঘটনার সাথে সম্পৃক্ত স্বাস্থ্য বিভাগের উপসচিব কাজী জেবুন্নেসার অবৈধ সম্পদের তালিকা করে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। সাংবাদিক নির্যাতন, নিপিড়ন বন্ধ করে দেশের ও গণতন্ত্র রক্ষায় রাষ্ট্রের উন্নয়নের জন্য গণমাধ্যমকে স্বাধীন করে দিতে হবে বলে জানন আন্দোলনকারীরা।

    বাংলাদেশ সময়: ৩:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ মে ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ