নিজস্ব প্রতিবেদক : রবিবার, ১৮ জুলাই ২০২১
সাংবাদিক রোকনুজ্জামান পিয়াসের মায়ের মৃত্যুতে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম গভীর শোকাহত
মানবজমিন-এর মফস্বল বিভাগের প্রধান রোকনুজ্জামান পিয়াসের মাতা মোসা. রোকেয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। রোববার সকাল ১০টায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী ও চার ছেলে রেখে গেছেন।মৃত্যুতে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ গভীর ভাবে শোকাহত।আল্লাহ তার মাকে বেহেশত নসীব করুনএবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভুতি জ্ঞাপন করছি। জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের চেয়ারম্যান শেখ সাইফুল ইসলাম কবির ও মহাসচিব মোস্তাফিজুর রহমান বাবলু,ভারপ্রাপ্ত মহাসচিব রক্সি খান,যুগ্ম মহাসচিব মো. শাহজাহান খান দৈনিক সংবাদ প্রতিদিন, সহ সংগঠনের নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ৫:১৬ অপরাহ্ণ | রবিবার, ১৮ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel