মোঃ নিজাম উদ্দিন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | বুধবার, ১৯ মে ২০২১ | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম তার পেশাগত দায়িত্ব পালনকালে আকস্মিক স্বাস্থ্য মন্ত্রনালয়ে হেনস্তার শিকার ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রেসকাব সভাপতি জালাল উদ্দিন মনির সভাপতিত্ব করেন। প্রতিবাদ সভায় রোজিনার নিঃশর্ত মুক্তি, নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত ও হেনস্তাকারিসহ অতিরিক্ত সচিবের বিরুদ্ধে আয়বহির্ভুত সম্পদ অর্জন বিষয়ে দুদকের অনুসন্ধানের মাধ্যমে আইনের আওতায় আনার জোর দাবী জানানো হয়। বক্তব্য রাখেন,আবু কামাল খন্দকার, মাহাবুব আলম লিটন, আসাদুজ্জামান কল্লোল,শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, গোলাম মোস্তফা, সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা জাকির হোসেন,আ’লীগ নেতা মোঃ নাছির উদ্দিন প্রমুখ। প্রেরক, মোঃ নিজাম উদ্দিন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া
Posted ৮:৪০ অপরাহ্ণ | বুধবার, ১৯ মে ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।