
মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ, রাজশাহী | রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
গত ২৬ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ রোজ বৃহস্পতিবার রাজশাহীর নবযোগদানকৃত পুলিশ সুপার জনাব ফারজানা ইসলাম সাংবাদিকদের সাথে মতবিনিময় ও আলোচনা করেছেন।
উক্ত আলোচনা ও মতবিনিময় সভা রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে বিকাল ০৪.৩০ টায় নবযোদানকৃত রাজশাহীর পুলিশ সুপারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার জনাব ফারজানা ইসলাম বক্তব্যের শুরুতেই ২০২৪ ইং সালের জুলাই-আগস্ট বিপ্লবে সকল শহিদের আত্নার মাগফেরাত কামনা ও আহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বলেন, অন্তবর্তীকালীন সরকারের অগ্রযাত্রায় বাংলাদেশ পুলিশও নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনা শুরু করেছে।
তিনি বক্তব্য প্রদান কালে উপস্থিত সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে বলেন,”সাংবাদিকবৃন্দ আপনারা আমাদের বন্ধু” আপনারা আমাদের পাশে থেকে পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনের মাধ্যমে আমাদের সহযোগিতা করবেন, দেশ ও জাতির কল্যাণে আপনারা বস্তুনিষ্ঠ তথ্য প্রেরণের মাধ্যমে আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন বলে আমি মনে করি।
নবাগত পুলিশ সুপার আরও বলেন, গত পাঁচ মাসে আমরা নিরন্তর প্রচেষ্টায় পুলিশি কার্যক্রমকে মাঠ-পর্যায়ে সচল রেখে জনগণের জান ও মালের নিরাপত্তায় নতুন বাংলাদেশ গড়তে সার্বিক প্রক্রিয়া অব্যাহত রেখেছি।
তিনি আরও বলেন, রাজশাহী জেলা পুলিশ অত্যন্ত বলিষ্ঠভাবে দায়িত্ব পালন করবে বলে আমি মনে করছি এবং যে সমস্ত পুলিশ কর্মকর্তা ও কর্মচারী মাদক সহ অবৈধ কাজে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে কোন ছাড় দেয়া হবেনা।
তিনি সাংবাদিক বৃন্দের সামনে মতবিনিময় ও তথ্য নিশ্চিত করে বলেন, গত আগস্ট হতে আজ পর্যন্ত নিষিদ্ধ সংগঠনের সদস্য-সহ মোট ৩৫টি মামলায় ৬১৮ জনকে রাজশাহী জেলা পুলিশ গ্রেফতার হয়েছে যা সারা বাংলাদেশে রাজশাহী জেলা পুলিশ উল্লেখ যোগ্য ভুমিকা রাখতে সক্ষম হয়েছে, মাদক উদ্ধারে রাজশাহী রেঞ্জের মধ্যে রাজশাহী জেলা পুলিশ ভূয়শী প্রশংসা কুড়িয়েছেন এবং আগামীতে আমার নেতৃত্বে সাংবাদিক সহ সকলের সহযোগিতায় মাদকের গডফাদারদের আইনের আওতায় আনতে সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) আবু সালেহ মোঃ আশরাফুল আলম,(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ খায়রুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিএনপি নেতা মোঃ গোলাম মোস্তফা মামুন, এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক মোঃ সালাহউদ্দিন ছোটন,যমুনা টিভির আবদুল জাবিড অপু,টিভি চ্যানেলের অন্যান্য সাংবাদিকবৃন্দ,মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী দৈনিক বাংলার নবকন্ঠ ও দৈনিক আর্থ (ইংরেজি) পত্রিকা, মোঃ আল আমিন রাজশাহী ব্যুরো, বাংলাদেশ সমাচার, সাংবাদিক আমানুল্লাহ আমান, মোঃ মানিক হোসেন, মোঃ নাইম, মোঃ ফয়সাল হোসেন, মোঃ সিদ্দিকুর রহমান বাবু, মোঃ রুবেল হোসেন সহ এসভায় আরো উপস্থিত ছিলেন, রাজশাহীর ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়া ও অনলাইন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।
সাংবাদিকবৃন্দ তাঁদের বক্তব্য প্রদান কালে পুলিশের কতিপয় অসাধু কর্মকর্তা ও কর্মচারী এখনো মাদক সিন্ডিকেটের সাথে জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের জন্য নবাগত পুলিশ সুপার জনাব ফারজানা ইসলামের প্রতি অনুরোধ জানান। বি এন পি নেতা মোঃ গোলাম মোস্তফা মামুন বলেন, বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের সময় যারা অর্থ সহযোগিতা দিয়ে দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার ব্যবস্থা গ্রহণ জরুরী ভিত্তিতে প্রয়োজন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
নবাগত পুলিশ সুপার জনাব ফারজানা ইসলাম সাংবাদিকদের মূল্যবান মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং তিনি রাজশাহী জেলা পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
তথ্য সুত্রে,নারী পুলিশ সুপার এর শিক্ষা ও কর্ম জীবনের অনেক দিক সম্পর্কে জানা যায়, নবাগত জেলা পুলিশ সুপার জনাব ফারজানা ইসলাম ২০০৬ ইং সালে ২৫ তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন এবং তিনি ২০১৫ ইং সালে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি লাভ করেন।
পরবর্তী তিনি ২০১৮ ইং সালে গাজীপুর লজিস্টিক পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। জনাব ফারজানা ইসলাম গত ২১ শে ডিসেম্বর রাজশাহী জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন।
তিনি চাঁদপুর জেলার কৃতি সন্তান। ফারজানা ইসলাম ২০০২ ইং সালে অর্থনীতিতে অনার্স এবং ২০০৪ ইং সালে এমএসএস ডিগ্রী অর্জন করেন।
ইহা ছাড়াও এই মহীয়সী পুলিশ সুপার দেশ বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন, এর মধ্যে চীন, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন রাষ্ট্রে,তিনি ২০১৮ ইং সাল হতে ২০১৯ ইং সাল পর্যন্ত কঙ্গোতে শান্তি মিশনে কাজ করে ভূয়সী প্রশংসা অর্জন করতে সক্ষম হন।উল্লেখ্য রাজশাহীতে তিনিই প্রথম নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।
“রাজশাহী জেলা পুলিশ সুপার এবং রাজশাহী জেলা প্রশাসক দুজনেই নারী” তাই রাজশাহী জেলার কাংখিত উন্নয়ন তরান্বিত হবে বলে রাজশাহী বাসী আশাবাদী।
Posted ৫:০৫ অপরাহ্ণ | রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Fahim Farhan
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।