জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ | শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩ | পড়া হয়েছে 47 বার
সিরাজগঞ্জের সলঙ্গা ফাজিল মাদ্রাসায় অবসর প্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও জিপিএ ৫.০০ (এ+)প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের সংবর্ধনা
দেয়া হয়েছে।
শনিবার সকাল ১০টায় মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সলঙ্গা ফাজিল মাদ্রাসার সভাপতি রিয়াদুল ইসলাম ফরিদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা:আব্দুল আজিজ।
মাদ্রাসার ইংরেজি সহকারী অধ্যাপক শহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তিকনা মন্ডল,সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর,সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু,সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)শহিদুল ইসলাম,অত্র মাদ্রাসার অধ্যক্ষ কে,এম,আব্দুল মজিদ ।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,মাদ্রাসার সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক,বিদায়ী শিক্ষক শাহজাহান আলী মন্ডল,সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম খান (মরোণত্তর)পক্ষে তার সুযোগ্য পুত্র মামুন খানসহ প্রমুখ।
অনুষ্ঠানে মাদ্রাসার অবসর প্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও অভিভাবক এবং জিপিএ ৫.০০ (এ+)প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা সম্মাননা ক্রেস্ট হাতে তুলে দেন।
বাংলাদেশ সময়: ৭:৪৩ অপরাহ্ণ | শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel