
মোঃ এরশাদ আলী, সিরাজগঞ্জঃ | সোমবার, ৩০ জুন ২০২৫ | প্রিন্ট
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের মালতীর নগর গ্রামে বিয়ের দাবিতে গৃহবধূ পরকিয়া প্রেমিকের বাড়িতে অনশন করছে । সোমবার ( ৩০জুন) সকাল থেকে প্রেমিক ছাত্রলীগ নেতা মমিনুল ইসলাম মমিনের বাড়িতে সুমাইয়া অনশন শুরু করছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ধুবিল ইউনিয়নের মালতিনগর গ্রামের আল আমিনের ছেলে মমিনুল ইসলামের (২৮)সাথে একই গ্রামের শাহিদুল ইসলামের স্ত্রী সুমাইয়া খাতুন (১৭) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । দীর্ঘ ৭ মাস পরকীয়া প্রেম করা অবস্থায় তারা গভীর শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। মমিন সুমাইয়াকে বিয়ের আশ্বাস দিলেও এখন বিয়ে করতে টালবাহানা করছে বলে সুমাইয়া জানান। সুমাইয়া সাংবাদিকদের আরো জানান,দীর্ঘ ৭ মাস প্রেম করে শারীরিক সম্পর্ক করলেও এখন সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। বিয়ে না করার পায়তারা করছে । কোন উপায় না পেয়ে আজ মমিনের বাড়িতে এসেছি। বিয়ের দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই বাড়িতেই থাকবো। উল্লেখ্য শাহিদুলের সাথে আড়াই বছর আগে সুমাইয়ার বিয়ে হয়। তাদের সংসারে কোন সন্তান নেই। এদিকে মমিনের সংসারে ৩ বছরের একটি সন্তান আছে। শাহিদুল ঢাকায় চাকরি করার সুবাদে মমিনের সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয় গৃহবধূ সুমাইয়ার । দাম্পত্য কলহ মূল কারণ বলে এলাকাবাসী জানান। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Posted ৩:১৭ অপরাহ্ণ | সোমবার, ৩০ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।