খন্দকার আমির হোসেন: | মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩ | প্রিন্ট
আজ ১৫ আগস্ট ২০২৩ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, মুক্তির মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩। দিবসটি উপলক্ষ্যে জেলা শিশু একাডেমি, নরসিংদীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি, মাননীয় মন্ত্রী, শিল্প মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, নরসিংদী জনাব আবু নইম মোহাম্মদ মারুফ খান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, নরসিংদী জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।
অনুষ্ঠানের শুরুতেই ১৫ আগস্ট ১৯৭৫ এর কালরাত্রিতে ঘাতকের বুলেটে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতাসহ ১৯৭৫ এর ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
পুলিশ সুপার তার বক্তব্যের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশ মহাকাব্যের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-সহ বঙ্গবন্ধু’র পরিবারের সদস্য, মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী সকল শহিদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবনী নিয়ে স্মৃতিচারণ করেন।
বীরত্ব, সাহস ও তেজস্বীতার অনন্য বৈশিষ্ট্যে বঙ্গবন্ধু ছিলেন ভাস্বর। তিনি জাতির জন্য সম্ভাবনার অসীম দিগন্ত উন্মোচন করে গিয়েছেন। দৃঢ়চেতা, অকুতোভয়, উদার, দূরদর্শী বঙ্গবন্ধুর শৈশব থেকেই মানুষের প্রতি ছিল অগাধ ও নিঃস্বার্থ ভালোবাসা। আজীবন সংগ্রাম করে গেছেন অবিচার, অন্যায়, বৈষম্য আর শোষণের বিরুদ্ধে।
পরবর্তীতে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব ঋণ বিতরণ করা হয়।
Posted ৮:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।