জলবায়ু ট্রাষ্ট ফান্ডের আওতায় সরিষাবাড়ী পৌরসভা কর্তৃক বাস্তবায়নাধীন গ্রীন হাউজ গ্যাস নিঃসরণ কমানো লক্ষ্যে পৌর এলাকায় সৌর বিদ্যুৎতায়িত সড়কবাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে সরিষাবাড়ী পৌরসভা মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন পৌরসভা প্রশাসন। সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিন মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও প্রকল্পের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজু, সধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুলসহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।