বাংলাদেশ আওয়ামী লীগ সরিষাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে দলীয় নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সরিষাবাড়ী শিল্পকলা একাডেমী মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগ। সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন-অর-রশিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহম্মেদ চৌধুরী। অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এড. আব্দুল্লাহ, সদস্য আজিজুর রহমান ডল, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, পৌরসভার মেয়র মনির উদ্দিনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।