দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বরাদ্দকৃত মানবিক সহায়তার আওতায় সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশীতে ৩’শ জন দুঃস্থ-হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে পঞ্চাশী ঈদগাহ মাঠে শীতবস্ত্র বিতরণে আয়োজন করে উপজেলা প্রশাসন। সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও শীতবস্ত্র বিতরণ করেন তথ্য ও স¤প্রচার প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মোঃ মুরাদ হাসান এমপি। উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা পরিষদের প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক গুদু, আওনা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাপ হোসেন, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আমীন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক হাসেম আলীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।