
আল মাসুদ লিটন | সোমবার, ১৬ আগস্ট ২০২১ | প্রিন্ট
– জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যথাযথ মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রবিবার সকালে সরিষাবাড়ী উপজেলা মাঠ প্রাঙ্গণে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপির নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরিষাবাড়ী পৌরসভা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ। শ্রদ্ধা নিবেদন কালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমেদ, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রাকিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন-অর রশিদ, পৌরসভার মেয়র মনির উদ্দিন, কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা, কালো পতাকা উত্তোণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে দুপুরে দলীয় কার্যালয়ে হতদরিদ্র ও সাধারন মানুষের মাঝে রান্না করা খাদ্য বিতরণ করা হয়। বিকেলে সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নে ১৫ আগস্ট উপলক্ষে ৪শ হতদরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, আলু, তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপিসহ উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Posted ১১:০৮ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।