আল-মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি:- | রবিবার, ১৭ অক্টোবর ২০২১ | প্রিন্ট
সরিষাবাড়ী উপজেলার কৃতিসন্তান তেজগাঁও বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাধ্যক্ষ নিখোঁজ আব্দুল হান্নানকে ফিরে পেতে ও অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে তার পরিবার ও এলাকাবাসী। আব্দুল হান্নান রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন। শনিবার বিকেলে সরিষাবাড়ী পৌরসভার বাস্ট্যান্ডের সামনে নিখোঁজ আব্দুল হান্নানকে জীবিত অথবা মৃত উদ্ধার, অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিরদাবীতে তার পরিবারের সদস্যগণ ও সরিষাবাড়ী এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, গত ২০১৫ সালের ৭ ডিসেম্বর হান্নান নিখোঁজ হন। দীর্ঘ ৫ বছর যাবৎ হান্নানের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ উপাধ্যক্ষ হান্নানকে জীবিত অথবা মৃত ফেরৎ চায় তার পরিবার ও স্থানীয় এলাকাবাসী। বক্তারা আরও বলেন, সে সময়ে তেজগাঁও কলেজের বিভিন্ন দূর্নীতির বিষয়ে প্রতিবাদ করায় ষড়যন্ত্র মূলক ভাবে তাকে উপাধ্যক্ষ পদ থেকে প্রত্যাহার করা হয়। এর পর তাকে গুমকরে ফেলা হয়। মানববন্ধনে অংশনেয়, হান্নানের ছোট ভাই এড. আহসান উল্লাহ, অধ্যক্ষ শহীদুর রহমান, সেলিম, ছোট বোন ফাতেমাতুজ জহুরা, বোন জামাতা আবু হাসান, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, পৌরসভার কাউন্সিলর শাখাওয়াতুল আলম মুকুল, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।
Posted ১২:১৭ অপরাহ্ণ | রবিবার, ১৭ অক্টোবর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।