
আল মাসুদ লিটন জেলা প্রতিনিধি জামালপুর :- | রবিবার, ০৫ সেপ্টেম্বর ২০২১ | পড়া হয়েছে 45 বার
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারা দেশের ন্যায় জামালপুরের সরিষাবাড়ীতে উৎসাহ-উদ্দীপনায় মধ্যে দিয়ে উপজেলার প্রতিটি কেন্দ্রে নারী-পুরুষ লাইনে দাঁড়িয়ে করোনার টিকা গ্রহণ করেছেন। এসময় টিকা নিতে আসা জনসাধারণের খোজ খবর ও টিকা কেন্দ্রের বুথ পরিদর্শন করেন জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বণিক সমিতির সাধারণ সম্পাদক ও আওনা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন রাঙ্গা। জানা গেছে, সকালে উপজেলার প্রতিটি ইউনিয়নে গণটিকা প্রদানের কার্যক্রম একসাথে শুরু করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী বৃন্দ। এসময় আওনা ইউনিয়নের স্থল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে টিকা কেন্দ্র বুথ পরিদর্শন ও সবাইকে সামাজিক দুরত্ব বজায় ও মাস্ক পড়া, টিকা নিতে উৎসাহ করাসহ বিভিন্ন বিষয়ে খোজ খবর নেন আওনা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন রাঙ্গা। এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বণিক সমিতির সভাপতি ও তারাকান্দি ট্রাক ও ট্রাঙ্কলড়ি মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক মুকুল, আওনা ইউনিয়ন শ্রমিক লীগের আইন বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লিটন হাজী, যুবলীগ নেতা নিটন অধিকারী, আওনা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাবু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১০:৪০ অপরাহ্ণ | রবিবার, ০৫ সেপ্টেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel