বিশ্ব মহামারী করোনা ভাইরাস সংক্রমনরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে সরিষাবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল মাঠে তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপির পক্ষে স্বাস্থ্য বিধি মেনে খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করেন উপজেলা প্রশাসন। খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল করিম, ওসি তদন্ত আব্দুল মজিদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, সরিষাবাড়ী পৌরসভার কাউন্সিলর সাখাওয়াত হোসেন মুকুল, সরিষাবাড়ী বাস মালিক সমিতির সভাপতি মোস্তফা, পরিবহন শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদের, অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপজেলার প্রায় ৪’শতাধিক কর্মহীন বাস-মিনিবাস, সিএনজি ও অটোরিক্সা চালকসহ পরিবহন শ্রমিকদের হাতে চাল, ডাল, তেল, লবণ, চিড়া খাদ্য সামগ্রী হিসেবে বিতরণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক বরাদ্দকৃত জিআর চাল ও জিআর অর্থে ক্রয়কৃত এ সকল খাদ্য সামগ্রী।