আল মাসুদ লিটন জেলা প্রতিনিধি জামালপুর :- | বুধবার, ০১ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
জামালপুরের সরিষাবাড়ী নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উপমা ফারিসা যোগদান করেছেন। গত কাল রোববার সকাল ১১টায় তিনি আনুষ্ঠানিকভাবে সরিষাবাডী উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বভার গ্রহণ করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে বিদায়ী ও নবাগত উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব অর্পণ ও গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অফিসার্স ক্লাবের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি তথ্যপ্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, নবাগত উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা,সরিষাবাড়ী পৌর সভার মেয়র মনির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, বীরমুক্তিযোদ্ধা এম এ লতিফ,জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গাজী রফিকুল হক, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক,পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেযারম্যান সামস উদ্দিন, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আমাদের সময় সরিষাবাড়ী প্রতিনিধি আবুল হোসেন প্রমুখসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সরিষাবাড়ী নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উপমা ফারিসা যোগদান করেছেন। মো. শিহাব উদ্দিন উদ্দিন আহমেদ বিদায়ী উপজেলা নির্বাহী আিফসার স্থলাভিষিক্ত হলেন। বিদায়ী ইউএনও .জনাব শিহাব উদ্দিন আহমেদ এডিসি পদে পদোন্নতি পাওয়ায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বদলী করা হয়েছে। নবাগত ইউএনও উপমা ফারিসা সরিষাবাড়ী উপজেলা নির্বাহী আিফসার হিসেবে তার দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালনের জন্য সকলের দোয়া ও সার্বিক সাহায্য-সহযো
Posted ৬:০১ অপরাহ্ণ | বুধবার, ০১ সেপ্টেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।