স্টাফ রিপোর্টার | মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরার বার্ষিক সাধারণ সভা ও ২০২২ সালের কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় শহরের নিউ মার্কেটস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি মো. আব্দুর রহিমের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভা পরবর্তী নির্বাচন পরিচালনা কমিটি কমিটি গঠন করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ছিলেন মেহেদীআলী সুজয়, সদস্য খন্দকার আনিছুর রহমান ও মাহফিজুল ইসলাম আক্কাজ। এসময় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে দৈনিক যুগেরবার্তা ও রেডিও নলতার স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মামুনকে সভাপতি ও দৈনিক সাতঘরিয়া পত্রিকার মফস্বল সম্পাদক ও দৈনিক বাংলার নবকষ্ঠ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মো. আব্দুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং আগামী ৩ তিনের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক কার্যনির্বাহী কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সাবেক মীর মোস্তফা আলী, সাবেক সাধারণ সম্পাদক এম বেলাল হোসেন, ফিরোজ হোসেন, সাবেক কোষাধ্যক্ষ মাসুদ আলী, সেলিম হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ কামরুল ইসলাম, আসাদুজ্জামান মধু, রাহাত রাজা, শহিদুজ্জামান শিমুল, সৈয়দ সাদিকুর রহমান, আজিজুল ইসলাম ইমরান ও রেজাউল ইসলাম।
Posted ২:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।