
রাইসুল ইসলাম রুবেল, ফরিদপুর : | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ | প্রিন্ট
অবৈধ বালু উত্তোলনের ফলে সৃষ্ট নদী ভাঙ্গনে জনভোগান্তি নিরসন ও অবৈধভাবে বালু উত্তোলনের সিন্ডিকেট ভেঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার দাবী জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরের সদরপুরে সাধারন ছাত্র জনতার ব্যানারে ১৯ মার্চ বুধবার সকাল সাড়ে ১১টায় সদরপুর উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে সাধারণ ছাত্র জনতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুরের আহব্বায়ক কাজী রিয়াজের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সদস্য সচিব সজল, মোঃ সাজিব হাসানসহ স্থানীয় শিক্ষার্থীরা।
মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তরা পাঁচ দফা দাবী তুলে জানান, বালু উত্তোলন বন্ধ না হলে প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসার,এসিল্যান্ড,থানা ঘেরাও করা হবে। যদি এর বিরুদ্ধে প্রতিবাদ না করতে পারেন তাহলে আপনারা পদত্যাগ করুন।
দ্রুত মাটি খোকোদের আইনের আওতায় আনতে হবে। অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার উপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে হবে। নিয়মিত মনিটরিং এর ব্যবস্থা চালু করতে হবে। আইনের কঠোর প্রয়োগ করতে হবে। অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ না করতে পারলে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) ও সদরপুর থানার ওসির অপসারণ দাবি জানান।
Posted ১২:৩৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।