গাজীপুর, প্রতিনিধি | রবিবার, ৩১ অক্টোবর ২০২১ | প্রিন্ট
“মুজিববর্ষে পুলিশ নীতি জনসেবা আর সম্প্রীতি”এই স্লোগানকে সামনে রেখে মাওনা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ইং পালিত হয়েছে। শনিবার(৩০ অক্টোবর) বেলা ১১টায় গাজীপুরের শ্রীপুর মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে মাওনা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং ফোরাম ও হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ানের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাহতাব উদ্দিন,মাওনা হাইওয়ে থানার এস আই হাদিউল ইসলামের সন্ঞ্চালনায় বক্তব্য রাখেন,তেলিহাটি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোঃ মনজুরুল হক মোড়ল, মাওনা হাইওয়ে কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কমিউনিটি পুলিশিং ফোরাম পেট্রোল পাম্প ও মালিক সমিতির সভাপতি মোফাজ্জল হোসেন।এসময়ে আরো উপস্থিত ছিলেন মাওনা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ।মাওনা হাইওয়ে থানার কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বক্তব্যে বলেন ,এক সময় মানুষের ধারণা ছিল থানা পুলিশের কাছে আসা সম্ভব নয়,আজ সেই ধারণা পাল্টে গেছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি পুলিশিংয়ের স্বীকৃতি দিয়ে সাধারণ মানুষের সাথে পুলিশের দূরত্ব কমিয়ে দিয়ে বন্ধুত্ব বাড়িয়ে দিয়েছেন।পুলিশের সাথে জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মাওনা হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য এবং স্থানীয় সাধারণ জনগণসহ বিভিন্ন ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যবৃন্দ।
Posted ১২:৩৬ অপরাহ্ণ | রবিবার, ৩১ অক্টোবর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।