সাতক্ষীরা প্রতিনিধিঃ | শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
জি.এম সালমান সিদ্দিকী শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামে ৬ বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ থানায় মামলা হয়েছে।মামলা নং-১৯ এ ঘটনায় ৮ সেপ্টেম্বর বধুবার পশ্চিম কৈখালী গ্রামের মোঃ রেজাউল গাজীর স্ত্রী মোছাঃ মাশকুরা খাতুন বাদী হয়ে থানায় লিখিত এজাহার করেছে।গ্রেপ্তারকৃত আসামী হলেন পশ্চিম কৈখালী গ্রামের মৃত মান্দার কারিগরের ছেলে রেজাউল করিম (৫২)। লিখিত এজাহারে বলেন,গত ৬ ই সেপ্টেম্বর সকাল আনুমানিক ৬ টার সময় আমার ছদ্মনাম (ময়না) কন্যা বাড়ি থেকে আমার নােদন মর্জিনা খাতুনের বাড়িতে যাওয়ার সময় একই গ্রামের মৃত মান্দার কারিগরের ছেলে রেজাউল করিম এর বাড়ির সামনে পৌঁছালে রেজাউল আমার কন্যাকে হাত ধরে টেনে নিয়ে তার বাড়ির মধ্যে নিয়ে যায় এবং ধর্ষনের চেষ্টা করে । আমার কন্যার উপযুক্ত বয়স না হওয়ায় কারনে বিবাদী ধর্ষনের চেষ্টায় ব্যর্থ হওয়ায় কন্যাকে বিভিন্ন ভাবে বুঝাইয়া বাড়ীতে পাঠিয়ে দেয় । উক্ত ঘটনার পরদিন সোমবার সন্ধ্যা ৭ টার সময় আমার কন্যা বলে যে , আমার প্রস্রাব করিতে জ্বালা ও যন্ত্রনা হচ্ছে। তখন আমি কারন জানতে চাইলে আমার নাবালক কন্যা বলে যে,নাইমের দাদু অর্থাৎ উল্লেখিত বিবাদী আমার যৌন অঙ্গে হাত দিয়ে খোচা দেয় এবং ধর্ষনের চেষ্টা করে । তখন আমি কন্যার মুখে বিষয়টি শুনে ঐদিন সন্ধ্যা সময় রেজাউলের নিকট উক্ত রুপ আচারণে প্রতিবাদ করায় আমাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ সহ মারধর করিতে উদ্যত হয় । এই ঘটনার পূর্বে বিগত ২/৩ পূর্বে রেজাউল আমার কন্যাকে ধর্ষনের চেষ্টা করেছিল । মান সম্মানের দিকে তাকিয়ে কাউকে কিছু বলি নাই। বিবাদী দিন দিন যে ধরনের ঘটনা ঘটাচ্ছে তাহাতে আমার নাবালক সন্তানের জীবনের ক্ষতি করিতে পারে ।বিষয়টি লইয়া স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের জানাইয়া স্থানীয় ভাবে আপােষ মিমাংসার চেষ্টায় ব্যর্থ হওয়ায় থানায় আসিয়া অত্র অভিযোগ করি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। এবিষয় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ওহিদ মুর্শেদ এর জানতে চাইলে তিনি বলেন,বৃহস্পতিবার সকালে আসামীকে সাতক্ষীরা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Posted ৫:৫৯ অপরাহ্ণ | শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।