আব্দুর রহমান,সাতক্ষীরা: | রবিবার, ১৬ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
শ্যামনগরে টেকসই বেড়িবাঁধ ও সুপেয় পানির দবিতে মানববন্ধন
টেকসই বেড়িবাঁধ পুননির্মাণ এবং নিরাপদ সুপেয় পানির নিশ্চায়তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় শ্যামনগর উপজেলা চত্তরে বেসরকারি সংস্থা লিডার্স’র সহোযোগীতায় বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে এ মানববন্ধনে অংশ নেন প্রভাষক মানবেন্দ্র দেবনাথ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাহিদ সুমন, কামরুল ইসলাম, মেহেদী মারুফসহ উপজেলার বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ক্ষতিগ্রস্ত বেড়িবাধঁ সংস্কারের পরেও কিছু অসাধু মাছ চাষি ও সংশ্লিষ্ট কর্মকতাদের গাফিলতিতে বারবার ঝুঁকির মধ্যে পড়ছে উপকুলের এসব বেড়িবাঁধ। এছাড়াও সুপেয় পানি নিশ্চয়তার জোর দাবি জানান বক্তারা।
Posted ৪:২৭ অপরাহ্ণ | রবিবার, ১৬ জানুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।