
প্রেরক মোঃ নিজাম উদ্দিন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | সোমবার, ০২ আগস্ট ২০২১ | প্রিন্ট
শ্যামগ্ৰামে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফসলি জমি নষ্ট করে জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে উপজেলার শ্যামগ্রামে ফসলি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় এ জরিমানা করা হয়। এসময় ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করে দেয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন জানান, অবৈধভাবে জমি থেকে মাটি উত্তোলন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শ্যামগ্রাম এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলন ও জমির শ্রেণি পরিবর্তন করার দায়ে মো. হাবিব মিয়া নামে এক ড্রেজার ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল দেয়া হয়। সেই সঙ্গে ড্রেজার মেশিন জব্দ করে ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয় ও পাইপ ধ্বংস করে দেয়া হয় এবং জমির মালিকগণ অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তন করায় নিয়মিত মামলা দায়ের করার জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় শ্যামগ্রাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বজলুল হক, স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন আলম উপস্থিত ছিলেন।
Posted ৫:১৭ অপরাহ্ণ | সোমবার, ০২ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।