মোঃ নিজাম উদ্দিন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে শতাব্দীর প্রাচীন বিদ্যাপীঠ শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ ডিসেম্বর শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। স্কুল শাখায় ৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত হয়েছেন বুলবুল আহম্মেদ ও আব্দুল হান্নান সরকার। অন্যান্য প্রার্থীগন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দাতা সদস্য কাইয়ূম সরকার তপন, অভিভাবক সদস্য (কলেজ শাখা) মো. রোস্তম আহাম্মদ ও নূরে এলাহী দুলাল, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মোছাঃ পারভীন আহম্মেদ, শিক্ষক প্রতিনিধি মো. জাকির হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি পুষ্প রানী ঘোষ। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোকাররম হোসেন।
Posted ১২:১৬ অপরাহ্ণ | সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।