রিয়াজ উদ্দিন, রায়পুর | রবিবার, ০৪ জুলাই ২০২১ | প্রিন্ট
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মো. জাফর (৩২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ি। মো. জাফর উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উদমারা গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র। আজ সকালে উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের একটি খোলা ঘর থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত এক মাস পূর্বে মৃত যুবকের বাবা মারা যান। গতকাল ওই যুবক শ্বশুর বাড়িতে স্ত্রী সীমা আক্তারকে আনতে গেলে স্ত্রী যেতে অনীহা প্রকাশ করেন। রাতে শ্বশুড় বাড়িতে খাবর খেয়ে বেড়িয়ে পড়েন। সকালে স্থানীয় লোকজন একটি খোলা টিনের ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় ওই যুবককে দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। উল্লেখ্য যে, স্ত্রী সীমা আক্তার (২১) নিহত যুবক জাফরের ৩য় নম্বর স্ত্রী। এলাকাবাসী ধারণা করছেন পারিবারিক কলহের কারণে যুবক আত্মহত্যা করতে পারেন। হায়দরগঞ্জ ফাঁড়ি থানার জাহাঙ্গীর হোসেন বলেন, স্থানীয় লোকজন খবর দিলে ফাঁড়ি থানার পুলিশ ঘটনাস্থল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেন। ময়না তদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত রিপোর্ট আসলে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা। তদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৪:০৪ অপরাহ্ণ | রবিবার, ০৪ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।