শোভাগঞ্জ প্রতিবন্ধ উন্নয়ন সংস্থার মাস্ক সাবান বিতরণ।
একেএম নূরুল আমিন গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ |
রবিবার, ০৪ জুলাই ২০২১ | পড়া হয়েছে
211 বার
মহামারী কভিড-১৯ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত উপকরণের শর্ত মাস্ক ও সাবান।নিয়মিত হাত পরিস্কার ও মাস্ক পরিধান অরিহয্য।জনগণের সচেতনতায় সরকারের পাশা পাশি সমাজের বৃত্তবান ও সংগঠনের এগিয়ে আসা আব্যশক। গতি ৪ জুলাই রবিবার শোভাগঞ্জ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা সাধারণ জনগণের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করেন। সংস্থার অসহায় প্রতিবন্ধী হতদরিদ্র সদস্যগণ নিজস্ব অর্থায়নে এ সবাই সামগ্রী পথচারি মাস্ক বিহীন জনগণের হাতে তুলে দেন সংস্থাটির সভা জনাব মোঃ এরশাদ মিয়া,সাধারণ সম্পাদক মশিউর রহমান, নির্বাহী পরিচালক গোলাম আজম,কোষাধ্যক্ষ শাসন কুমার ও সংগঠনের অন্যান সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মহামারী করোনা কবল থেকে জনগণকে রক্ষা করতে হলে সকলকে এগিয়ে আসতে হবে।দেশের জনগণ সচেতন হলেই করোনার করাল গ্রাস থেকে মুক্তি পাবে দেশ, রক্ষা পাবে জনগণ এমন টায় আশা করেন সংস্থাটি।