অনলাইন ডেস্ক | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ | পড়া হয়েছে 291 বার
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামে সাপের কামড়ে ইজাহিদ (৮) নামে এক স্কুলছাত্র মারা গেছে। শনিবার সকালে সে মারা যায়। সে ওই গ্রামের মনোয়ার হোসেনের ছেলে ও খয়েরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্র।
গ্রামের ইজিবাইক চালক মেজর হোসেন বলেন, শিশুটি ঘরে ঘুমিয়ে ছিল। রাত ১২টার দিকে তার হাতে সাপে কামড় দেয়। স্বজনরা গ্রামের ওঝার কাছে নিয়ে যায়। ঝাড়ফুক শুরু করে ওঝা। সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, তিনি বিষয়টি শুনেছেন।
বাংলাদেশ সময়: ৩:২৭ অপরাহ্ণ | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel