
নবকণ্ঠ ডেস্ক | শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
আজ শনিবার বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-কেআইবিতে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এ্যাবে)’র সম্মানিত আহবায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুনের উপস্থিতিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনবয় প্রয়াত রুবেলের জন্য সবার সাহায্যকৃত অর্থ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
আর্থিক সহায়তা প্রদাণ অনুষ্ঠানে এ্যাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এ্যাবের বিভিন্ন চ্যাপ্টারের নেতৃবৃন্দ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ,শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন ।
উপস্থিত সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য নিবেদিত প্রাণ প্রয়াত রুবেলের আত্মার মাগফেরাত কামনা করেন ও তার পরিবারের বিশেষ করে রুবেলের ছেলের পড়াশুনার যাবতীয় খরচের দায়িত্ব নেয়ার আশ্বাস প্রদান করেন ।
Posted ৬:৪৭ অপরাহ্ণ | শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।