• শিরোনাম

    শেরপুর হাজতির মৃত্যু পরিবারের অভিযোগ তিনি সুস্থ ছিল

     এনামুল হক,শেরপুরঃ বুধবার, ১৯ মে ২০২১

    শেরপুর হাজতির মৃত্যু পরিবারের অভিযোগ তিনি সুস্থ ছিল

    apps

    শেরপুরে শ্রী মনি পাল (৩৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। ১৯ মে বুধবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মৃত হাজতি শেরপুর পৌরসভার গৃদ্দানারায়নপুর মহল্লার মৃত অমূল্য পাল এর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গত ১১ মে মঙ্গলবার শহরের চকবাজার এলাকা থেকে শেরপুর ফাঁড়ী পুলিশ হেরোইনসহ শ্রী মনি পালসহ আরো দুজনকে গ্রেফতার করেন।তিনি সম্পুর্ণ সুস্থ সবল মানুষ ছিলেন। তার কোন রোগ ছিলেন না। কিন্তু হঠাৎ আজ ভোরে খবর আসে সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।কিভাবে মারা গেলেন এটা আমাদের জানা নেই। গ্রেফতারের পর তার উপর কোন ধরনের পুলিশি নির্যাতন করা হয়েছে কিনা সেটি তদন্তের দাবি করেন তারা। এব্যাপারে শেরপুর জেলা কারাগারের জেলার মোঃ তরিকুল ইসলাম বলেন কারাগারে থাকা অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পরলে ১৭ মে আমরা তাকে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করি।পরবর্তী তার শারিরীক অবস্থা খারাপের দিকে চলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তী তাকে এম্বুলেন্স যোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ ১৯ মে বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    বাংলাদেশ সময়: ৮:৪১ অপরাহ্ণ | বুধবার, ১৯ মে ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ