
মাহদী হাসান সিয়াম,ক্রাইম রিপোর্টার শেরপুর জেলাঃ- | বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২ | পড়া হয়েছে 38 বার
শেরপুরে উপজেলার নালিতাবাড়ী ও নকলা সীমানাঘেঁষা ভোগাই নদীতে নৌকা দিয়ে শ্বশুর বাড়ীতে যাওয়ার পথে মোঃ ইব্রাহিম মিয়া (৩৮) নামে এক মনোহারী ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। (৯জুন) বৃহস্পতিবার সকালে নালিতাবাড়ীর প্বার্শবতী নকলা উপজেলার দক্ষিণ কোন্নগর ও ধনাকুশা এলাকায় তিন নদীর মোহনায় মাঝি ছাড়া রশিটানা নৌকা পারাপারের সময় এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, নিখোঁজ মোঃ ইব্রাহিমের মা বৃহস্পতিবার সকালে স্ট্রোক করেন। এর জন্য ইব্রাহিম তার শ্বশুর বাড়িতে থাকা স্ত্রীকে আনতে স্থানীয় রিকশাচালক মুজিবর রহমান কালুকে নিয়ে নকলা উপজেলার ধনাকুশা নদীর পার এলাকা শ্বশুর বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হন। সকাল সাড়ে নয়টার দিকে শ্বশুর বাড়ীর কাছে থাকা ভোগাই নদী পার হতে গিয়ে একাই মাঝি ছাড়া ছোট রশিটানা নৌকা দিয়ে নদী পার হচ্ছিলেন। এসময় নদীতে পাহাড়ি ঢলের প্রবল স্রোত থাকায় স্রোতের তোড়ে নৌকায় বাধা রশি ছিড়ে যায় এবং নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ নদীতে ডুবে যায়। এতে নিখোঁজ হন ইব্রাহিম মিয়া। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি ইব্রাহিম কে। এক পর্যায়ে খবর পেয়ে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালায়। এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশফিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরী দল খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ৯:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel