
এনামুল হক,শেরপুরঃ | রবিবার, ০৩ অক্টোবর ২০২১ | পড়া হয়েছে 98 বার
শেরপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থাকে একশত ফুটবল উপহার দিলেন শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন।২ অক্টোবর-২০২১খ্রিঃ শনিবার বিকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে ফুটবল গুলো হস্তান্তর করা হয়। শেরপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার মাঝে ফুটবল বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,১নং কামারের চর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান,জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত,সাধারণ সম্পাদক হাকিম বাবুল,শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল,সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন প্রমূখ। সাম্প্রতিক শিশু-কিশোরদের মোবাইল গেইম আসক্তি থেকে ফেরাতে অভিভাবকরা বেশ উদ্বিগ্ন।উক্ত বিষয়ে ইতিবাচক চিন্তা চেতনা থেকে গত ২৭আগষ্ট শেরপুর জেলা ক্রীড়া সংস্থা অতিরিক্ত সাধারণ সম্পাদক,সাংবাদিক মানিক দত্ত তার ফেসবুক পেইজে ঘোষণা করেন শেরপুর জেলার যে সকল ছেলে-মেয়ে অঙ্গীকার করবে তারা মোবাইল গেইমস না খেলে ফুটবল,ক্রিকেট,ব্যাডমিন্টন,টেবিল টেনিস,দাবা খেলবে ও সাঁতার শিখবে এবং তাদের খেলার জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করে প্রশিক্ষণ দেওয়া হবে।আর্থিক ভাবে অচ্ছলদের পোষাকও প্রদান করা হবে।এছাড়াও সারা জেলায় বিতরণ করা হবে এক ট্রাক ফুটবল।অভিনব এমন ঘোষণাই অসংখ্য ছেলে-মেয়ে মোবাইল ছেড়ে খেলাধুলা করতে মাঠে আসে।জেলার বিভিন্ন স্থান থেকে মানিক দত্তের কাছে চাওয়া হয় বল।এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে যাতে দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হয় উক্ত আঙ্গিকে অনেকেই সাংবাদিক ও ক্রীড়াবিদ মানিক দত্তকে উপহার দিয়েছেন ফুটবল। এ বিষয়ে মানিক দত্ত বলেন,সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ আল মামুন এর দেওয়া একশত ফুটবলসহ অসংখ্য ফুটবল আমরা হাতে পেয়েছি।২/৪দিনের মধ্যে ট্রাক ভরে এসব বল জেলার বিভিন্ন স্থানে আমরা বিতরণ করবো।
বাংলাদেশ সময়: ১:০৪ অপরাহ্ণ | রবিবার, ০৩ অক্টোবর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel