
শেরপুর প্রতিনিধিঃ | শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, বাঙালির, বাংলাদেশের যা অর্জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে তা সবই শেখ হাসিনার অবদান। শেখ হাসিনা সারা পৃথিবী থেকে দেশের জন্য সম্মান বয়ে এনেছেন। কাজেই যতদিন শেখ হাসিনার হাতে দেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ। বাংলাদেশ এগিয়ে যাবেই যাবে। তিনি ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে আয়োজিত সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। বিএনপির সমালোচনা করে মতিয়া চৌধুরী বলেন, তারাও তো ক্ষমতায় ছিল, তারা দেশের জন্য, জনগণের জন্য কি করেছেন তার সবই জানা। আইয়ুব খানের ভাষণ দিয়ে দেশের উন্নয়ন হয় না। তাদের অবস্থাটাও ছিল তেমন। তিনি বলেন, বিএনপি সরকার দেশকে আরও উন্নয়নের দিক দিয়ে পিছিয়ে দিয়েছে। ১৯৯১ সালে যখন বিনামূল্যে সাবমেরিন ফাইবার অপটিক ক্যাবলে যুক্ত হওয়ার প্রস্তাব পেয়েছিল বাংলাদেশ, তখন তারা সেটি রাষ্ট্রীয় নিরাপত্তার অজুহাত তুলে প্রত্যাখান করেছিল। পরবর্তীতে শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে টাকা দিয়ে সাবমেরিন ক্যাবল স্থাপন করে দেশকে ডিজিটালাইজেশন করেছেন। আর সেই ডিজিটালাইজেশনের কারণেই খালেদা জিয়া আজ তার পলাতক পুত্র তারেক জিয়ার সাথে স্কাইপে কথা বলেন। সেই বিএনপি এখন জনগণ কর্তৃক প্রত্যাখ্যিত হয়ে শেখ হাসিনাকে হটাতে আন্দোলনের হুমকি দিচ্ছে। তিনি বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে আন্দোলনের চ্যালেঞ্জ দিয়ে লাভ নেই। কারণ আওয়ামী লীগের নেতৃত্বে আন্দোলন করেই বাংলাদেশের স্বাধীনতা এসেছে। মতিয়া চৌধুরী সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, নতুন বছরের শুরুতেই দেশের সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দিচ্ছে সরকার। এটা বিশ্বের খুব কম দেশেই আছে। এই নতুন বইয়ের ঘ্রাণেই শিক্ষার্থীরা দেশের স্বাধীনতার স্বাদ অনুভব করে। তিনি বলেন, শেরপুর জেলায় যা উন্নয়ন হয়েছে, তার সবই আওয়ামী লীগ সরকার করেছে। সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একেএম নুরুল আমিন ছানার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন আরেং ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি। সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সাংগঠনিক সম্পাদক, জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান প্রমুখ। সম্মেলন উপলক্ষে পৌর পার্ক মাঠে বিশাল প্যান্ডেল সাজানো হয়। সম্মেলনে জেলা-উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের ১০ সহস্রাধিক দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
Posted ১:৩৮ অপরাহ্ণ | শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।