মঙ্গলবার ১০ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

>>

শেরপুর পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করলেন মেয়র 

  |   সোমবার, ১২ জুলাই ২০২১   |   প্রিন্ট

শেরপুর পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করলেন মেয়র 

এনামুল হক, শেরপুর প্রতিনিধি:

ময়মনসিংহ বিভাগের ঐতিহ্যবাহী শেরপুর জেলার প্রাচীনতম শেরপুর পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।১২ জুলাই সোমবার সকাল সাড়ে ১১টায় শেরপুর পৌরসভার সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করা হয়।
শেরপুর পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র, জেলা আওয়ামীলীগে যুগ্ম-সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে ও পৌরসভার সচিব আবু লায়েছ মোঃ বজলুল করিম এর সঞ্চালনায় শেরপুর পৌরসভার প্যানেল মেয়র,কাউন্সিলর ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে স্বল্প পরিসরে প্রাণবন্ত বাজেট অনুষ্ঠানে মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন এ বাজেট উপস্থাপন করেন।
এ সময় তিনি বলেন,২০২১-২০২২ অর্থ-বছরে শেরপুর পৌরসভার সর্বস্তরের নাগরিক সুবিধা বাড়াতে এবং পৌরসভার উন্নয়নে ৭৭ কোটি ৩০ হাজার ২৯৬ টাকা আয়, ৬৬ কোটি ৩৬ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা ব্যয় এবং ১০ কোটি ৬৩ লাখ ৬২ হাজার ৭৯৬ টাকা উদ্বৃত্ত দেখিয়ে তিনি এ বাজেট ঘোষণা করেছেন।
বাজেট ঘোষণাকালে মেয়র লিটন আরো বলেন, শেরপুর পৌরসভার নাগরিকদের অন্যান্য সুবিধা বাড়াতে এবং সেই সাথে একটি আধুনিক মডেলের লাশবাহী গাড়ী খুব দ্রুত সময়ে মধ্যে ক্রয় করার ব্যবস্থা হাতে নিয়েছেন।এছাড়াও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মানুষের চলাচলে অনুপযোগী রাস্তা নির্মাণ,লাইটিং ব্যবস্থা,জলাবদ্ধতা নিরসন,ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং চাঁপাতলী পৌর কবর স্থানের উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নের প্রকল্প পর্যায়ক্রমে ব্যবস্থা গ্রহণ করবেন বলে বিষয়টি উপস্থিত কাউন্সিলর ও সাংবাদিকদের আশ্বস্ত করেন তিনি।
অপরদিকে বৈশ্বিক করোনা মহামারিতে শেরপুরে করোনা ভাইরাস সংক্রমণ আশংকাজনক হারে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ও করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সরবরাহ করতে শেরপুর অক্সিজেন ব্যাংককে পৌরসভার তহবিল থেকে ১ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন তিনি।
বাজেট ঘোষণা কালে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,শেরপুর প্রেসক্লাব সভাপতি মোঃ শরিফুর রহমান,শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত,সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল,জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি মোঃ আছাদুজ্জামান মোরাদ, সাধারণ সম্পাদক জিএইচ হান্নান,প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল,চ্যানেল এসএর শেরপুর প্রতিনিধি সোহেল রানা প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ নজরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুস কাদের, হিসারক্ষণ কর্মকর্তা হাছান মাহমুদ,সেলিম আলম, প্যানেল মেয়র-২ মোঃ কামাল হোসেন,প্যানেল মেয়র-৩ নাজমা বেগম,২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান হাবিব,৩নং ওয়ার্ড কাউন্সিলর রহমত উল্লাহ,৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাছিরুল আলম নাইদ,৫নং ওয়ার্ড কাউন্সিলর আঃ সাত্তার মিয়া,৭নং ওয়ার্ড কাউন্সিলর নিজাম উদ্দিন,৮নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল মিয়া,৯নং ওয়ার্ড কাউন্সিলর ইদ্রিস আলী,সংরক্ষিত মহিলা কাউন্সিলর স্মৃতি পারভীন,শেরপুর ইয়ং রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ জাহিদুল খান সৌরভসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৯:৪৯ অপরাহ্ণ | সোমবার, ১২ জুলাই ২০২১

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins