এনামুল হক,শেরপুরঃ | রবিবার, ০১ জানুয়ারি ২০২৩ | পড়া হয়েছে 87 বার
শেরপুর জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ০১ জানুয়ারি-২০২৩ রবিবার সকাল ১১ ঘটিকায় হাসপাতাল হল রুমে ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. জসীম উদ্দিন এর তত্বাবধানে এবং আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. খাইরুল কবির সুমন এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি,জাতীয় সংসদের হুইপ,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি। এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তাদিরুল আহমেদ, সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য, বি এম এ শেরপুর জেলা শাখার সভাপতি ডা. এম.এ বারেক তোতা, স্বাচিবের সভাপতি ডা. মামুন জোস, ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান, শেরপুর মা ও শিশু কল্যান কেন্দ্রের মেডিকেল আফিসার ডা. শারমিন রহমান অমি সহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি,জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।এসময় হুইপ আতিক বলেন, মানুষ বিপদে পরেই হাসপাতালে আসে,অসুস্থ না হলে কেউ এখানে আসে না, যে কোন অবস্থাতে যে কেউ হাসপাতালে আসুক না কেন,তাদের সু-চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছুটি দিবেন। সর্বপুরি কোন অবস্থাতেই আমার শেরপুরের মানুষ যে সু-চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়।
বাংলাদেশ সময়: ৫:১৪ অপরাহ্ণ | রবিবার, ০১ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel