• শিরোনাম

    শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

     এনামুল হক,শেরপুরঃ শনিবার, ০৫ জুন ২০২১

    শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    apps

    শেরপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ০৫ ই-জুন শনিবার শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেনের সভাপতিত্বে এ মাসিক ‘অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মাহমুদুল হাসান ফেরদৌস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব স্নেহাশীষ কুমার দাস, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান শাকিল সহ পিবিআই,সিআইডি ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ঊর্ধ্বতন অফিসারবৃন্দ। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি,কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার,গ্রেফতারি পরোয়ানা তামিল,স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি ও জেলার গোয়েন্দা কার্যক্রম সহ নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদার,সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহারের বিষয় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

    বাংলাদেশ সময়: ৮:৩৭ অপরাহ্ণ | শনিবার, ০৫ জুন ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ