অনলাইন ডেস্ক | রবিবার, ১১ জুলাই ২০২১ | পড়া হয়েছে 382 বার
এনামুল হক, শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবির নবাগত ওসি হিসেবে যোগদান করেছেন মোঃ রেজাউল হক। ১১জুলাই রবিবার দুপুরে তিনি নতুন কর্মস্থল শেরপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখায় ওসি হিসেবে যোগদান করেন।
শেরপুরের নবাগত ডিবির ওসি মো. রেজাউল হক এর আগে শেরপুর জেলা পুলিশের অপরাধ শাখায় দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি কুমিল্লা জেলার লাঙ্গলকোর্ট থানা ও শেরপুর জেলার শ্রীবরদী থানায় ওসি এবং সিআইডিতে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। জামালপুর জেলার কৃতিসন্তান মো. রেজাউল হক ১৯৯৩ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। পরবর্তী বিভিন্ন থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।
শেরপুর জেলা গোয়েন্দা শাখার ডিবির নবাগত ওসি মো. রেজাউল করিম জানান, শেরপুর জেলার পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী স্যার এর নির্দেশে শেরপুরকে মাদক, সন্ত্রাস ও জুয়াসহ সকল অনৈতিক কাজের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ৯:০১ অপরাহ্ণ | রবিবার, ১১ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel