
এনামুল হক,শেরপুরঃ | বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে শেরপুর জেলা আওয়ামীলীগের নয়া কমিটি গঠন করা হয়েছে। প্রায় দীর্ঘ সাড়ে সাত বছর পর শেরপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন কমিটি ঘোষনা করেন।
বতর্মান কমিটিতে সদ্য সাবেক কমিটির সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপিকে পুনরায় সভাপতি এবং জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানুকে সাধারন সম্পাদক করা হয়। ৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর একটায় শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সদ্য সাবেক কমিটির সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পালের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সম্মেলন উদ্ভোধন করেন, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও সদস্য রেমন্ড আরেং প্রমূখ। এছাড়াও বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সদস্য মারুফা আক্তার পপি, শেরপুর-৩ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার একেএম ফজলুল হক চাঁন এমপি উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে কাদের বলেন, খেলা হবে, বিএনপির বিরুদ্ধে খেলা হবে। ফখরুল-ইসরাকের বিরুদ্ধে খেলা হবে,ভোটচুরের বিরুদ্ধে খেলা হবে। সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
উলেখ্য, ২০১৫ সালের ১৯মে শেরপুর জেলা আওয়ামীলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সম্মেলনে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি সভাপতি এবং এডভোকেট চন্দন কুমার পাল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর এক বছর পর গঠিত হয় ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি
Posted ৭:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।