এনামুল হক,শেরপুরঃ | বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
শেরপুরে মাতৃদুগ্ধপানকারী শিশু ও মাতৃদুগ্ধদানকারী নারীদের উপকারার্থে জজ কোর্টে মাতৃদুগ্ধপান কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।২৯ডিসেম্বর বুধবার শেরপুর জেলা ও দায়রা জজ আদালতে নিচতলায় মাতৃদুগ্ধপান কেন্দ্রটি উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন। মাতৃদুগ্ধপান কেন্দ্রটি উদ্বোধন কালে শেরপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম হুমায়ুন কবির,অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ সহ অন্যান্য ম্যাজিস্ট্রেট,জজ,বারের প্রেসিডেন্ট-সেক্রেটারী এবং আইনজীবীগণ উপস্থিত ছিলেন। জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন বলেন, আদালতে সেবা নিতে আসা মায়েরা তাদের শিশুদের দুধপান করাতে গিয়ে সমস্যায় পড়েন।মুজিববর্ষে মন্ত্রণালয়ের নির্দেশক্রমে এ দুর্ভোগ লাঘবে আদালত ভবনে মাতৃদুগ্ধপান কেন্দ্রটি স্থাপন করা হল।যাতে করে মায়েরা সন্তানদের নিরাপদে দুগ্ধপান করাতে পারবেন।এছাড়াও কেন্দ্রটির নিরাপত্তায় আদালতের একজন নারী কর্মচারী সব সময় নিয়োজিত থাকবেন।কেন্দ্রটিতে চারটি চেয়ার,একটি টেবিল ও পানির ফিল্টার সহ সচেতনতা মূলক বিভিন্ন স্টিকার ও ব্যানার লাগানো হয়েছে।
Posted ২:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।