
মাহদী হাসান সিয়াম,শেরপুর: | শনিবার, ২৬ জুন ২০২১ | পড়া হয়েছে 86 বার
শেরপুর সদর থানাধীন পৌরসভার মধ্যশেরী উওর বারইপাড়ায় জনৈক মকবর আলীর বাসার ভাড়াটিয়া (আসামী খুদেজা বেগমের কক্ষের সামনে থেকে ১০ কেজি গাজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। ২৩জুন বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে শেরপুর সদর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি উদ্ধার সহ দুইজন কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদ্রক ব্যবসায়ীরা হলো (১) আব্দুল জলিল(৪৫)পিতা- মোহাম্মদ আলী,মাতা- মোছাঃ রিজিয়া বেগম, সাং- চররুহিতা( ডিঙ্গাহাজী বাড়ী),থানা-লক্ষ্মীপুর জেলা -লক্ষীপুর, এপি/ সাং- পাহাড়তলী( মনির মার কলোনি) পাহাড়তলী ইউসেফ স্কুলের পিছনে,থানা ডাবলমুরিং জেলাঃ চট্টগ্রাম। আসামী (২) মোছাঃ খোদেজা বেগম(৪০) স্বামী- শাহা আলী,পিতামৃত- হাশর আলী, মাতামৃত- আঙ্গুরী নেছা,সাং- কৃষ্ণপুর উত্তরপাড়া,থানা-শেরপুর, এপি/ মধ্যশেরী উত্তর(বারইপাড়া) জনৈক মকবর আলীর বাসার ভাড়াটিয়া,থানা ও জেলা- শেরপুরদের গ্রেফতার করা হয়। এরপর শেরপুর সদর থানার এসআই সুমন মিয়া বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। শেরপুর সদর থানার মামলা নং ৬৪(৬)২০২১ রুজু করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২:২৩ অপরাহ্ণ | শনিবার, ২৬ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel