এনামুল হক,শেরপুরঃ | বৃহস্পতিবার, ২০ মে ২০২১ | প্রিন্ট
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক পেলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুর রহমান। ২০ মে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় দেড় লক্ষ টাকা অনুদানের ওই চেক হস্তান্তর করেন শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব। চেক হস্তান্তর কালে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের প্রতি খুবই আন্তরিক। তিনি সব সময় সাংবাদিকদের পাশে রয়েছেন। সাংবাদিকদের সহায়তা করতেই তিনি কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। আর সেই ট্রাস্টের আওতায় সাংবাদিকরা আপদকালীন সহযোগিতা পাচ্ছেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মাহমুদুল হাসান মাহমুদ, সাদিক আল সাফিন ও আকলিমা আক্তার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, হাকিম বাবুল, প্রেসক্লাবের প্রচার সম্পাদক জুবাইদুল ইসলামসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। ওইসময় সাংবাদিক কল্যাণ ট্রাস্টে তার সহায়তার আবেদন শেরপুর প্রেসক্লাবসহ বিএফইউজের সুপারিশের প্রেক্ষিতে কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সভার সিদ্ধান্তমতে দেড় লক্ষ টাকা অনুদান মঞ্জুর করা হয়। আর সেই মোতাবেক ট্রাস্টি বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক ও পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ এবং ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান খাজা মিয়া সাক্ষরিত অনুদানের চেকটি জেলা প্রশাসকের মাধ্যমে হস্তান্তর করা হয়।
Posted ৫:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ মে ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।