
এনামুল হক,শেরপুরঃ | সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট
শেরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি সভা ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজাবে রহমত।সোমবার (১১ডিসেম্বর) সকাল ১১.৩০ঘটিকায় উপজেলার গণ-মিলনায়তন হল রুমে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা ও মেরাজ উদ্দিন সহ প্রেসক্লাবের সাবেক এবং বর্তমান কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও শেরপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এসময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত উপজেলার সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত এর আগে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন। ৩৩তম বিসিএস ব্যাচে তিনি প্রশাসন ক্যাডারে নিযুক্ত হন।
Posted ৩:১১ অপরাহ্ণ | সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।