এনামুল হক,শেরপুরঃ | বুধবার, ০৯ জুন ২০২১ | পড়া হয়েছে 157 বার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির মাধ্যমে শেরপুরে সাংবাদিকদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ৮জুন মঙ্গলবার দুপুর ১২টায় জেলা শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের মাঝে এ সুরক্ষা সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ। শেরপুর জেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে সংগঠনটির সভাপতি মানিক দত্তের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ। এসময় সাংবাদিক নেতা ও শেরপুরের কৃতি সন্তান আব্দুল মজিদ বলেন,করোনা ভাইরাসজনিত পরিস্থিতি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন।তিনি সব সময় সাংবাদিকদের কল্যাণের কথা ভাবেন। যারই ধারাবাহিকতায় করোনাকালীন সময়ে তিনি সাংবাদিকদের জন্য তহবিল গঠন করেছেন। যেখান থেকে দেশের প্রত্যেক জেলা,উপজেলায় সাংবাদিকরা সেই ফান্ডের অনুদান পেয়েছেন। সাংবাদিকদের পেশাগত মর্যাদা,অধিকার রক্ষাসহ কল্যাণে নবগঠিত সাংবাদিক ইউনিয়ন কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাব সভাপতি মোঃশরিফুর রহমান, সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার,সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন,সাবেক সাধারণ সম্পাদক,সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা,সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আছাদুজ্জামান মোরাদ,জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মুগনিউর রহমান মনি,শেরপুর ইয়ং রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহিদুল খান সৌরভ,শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের সিনিয়র সহ-সভাপতি জুবাইদুল ইসলাম,শেরপুর ইয়্যুথ রিপোর্টারস ক্লাবের সভাপতি সোহেল রানা প্রমূখ। আলোচনা শেষে বিএফইউজে নেতা ও শেরপুরের কৃতি সন্তান আব্দুল মজিদ জেলা সাংবাদিক ইউনিয়ন নেতাদের হাতে করোনার সুরক্ষা সামগ্রীর প্যাকেট তুলে দেন।এগুলো পর্যায়ক্রমে শেরপুর প্রেসক্লাব,সাংবাদিক ইউনিয়নসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের মাঝে বিতরন করা হবে।
বাংলাদেশ সময়: ৪:৫৫ অপরাহ্ণ | বুধবার, ০৯ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel