
এনামুল হক,শেরপুরঃ | সোমবার, ২৫ এপ্রিল ২০২২ | পড়া হয়েছে 94 বার
সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও ঐক্যবদ্ধতার শপথ নিয়ে শেরপুরে প্রতিষ্ঠিত হয়েছে শেরপুর রিপোর্টার্স ইউনিটি। ২৪ এপ্রিল রবিবার রাতে পৌরশহরের চকবাজারস্থ শেরপুর জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি’র সাথে সৌজন্য সাক্ষাত এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন শেরপুর রিপোটার্স ইউনিটির নেতৃবৃন্দ। সাক্ষাৎ কালে জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই পেশায় যারা আত্মনিয়োগ করবে তাদেরকে অব্যশই দেশ ও জাতির কল্যানে কাজ করে যেতে হবে। একটি দেশ ও জাতি কোন দিকে পরিচালিত হবে তা অনেকটাই নির্ভর করে সাংবাদিকদের উপর। তাই সাংবাদিকদের সমস্ত লোভ লালসার উর্ধ্বে থেকে দেশের কল্যানে কাজ করে যেতে হবে। এসময় উপস্থিত ছিলেন, শেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,শেরপুর শহর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম (জিপি), সাধারন সম্পাদক বাবু প্রকাশ দও প্রমুখ। শেরপুর রিপোটার্স ইউনিটির সভাপতি, আনন্দ টিভি’র জেলা প্রতিনিধি মারুফুর রহমান এবং সাধারণ সম্পাদক, দৈনিক দেশের কন্ঠ পত্রিকার তারিকুল ইসলামের নেতৃত্বে শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি, দৈনিক যায়যায় দিনের তপু সরকার হারুন, দৈনিক বাংলার নবকণ্ঠ পত্রিকার মো. এনামুল হক ও দৈনিক বণিক বার্তার মোহাইমিনুল ইসলাম হুমায়ুন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক স্বদেশ বিচিত্রা’র মো. ইসমাইল হোসেন, দৈনিক প্রথম কথা’র মো. আলমগীর হোসেন ও দৈনিক দেশ সেবা’র মো. সুলতান হোসাইন, সাংগঠনিক সম্পাদক দৈনিক জনতার ইস্তেহার’র কাকন সরকার, সহ সাংগঠনিক সম্পাদক দৈনিক বাংলাদেশের আলো’র মো. শাহিনুর রহমান পনির ও দৈনিক বাংলাদেশ সমাচার’র মো. ফজলুল করিম, কোষাধ্যক্ষ দৈনিক আলোকিত সকাল’র মনিরুজ্জমান মনির, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দৈনিক শিরোমণি’র বিল্লাল হোসেন সোহাগ, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক দৈনিক আমার ডাক’র মো. রাজন মিয়া। এছাড়াও নির্বাহী সদস্যের মধ্যে, দৈনিক দেশ রুপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি শফিউল আলম সম্রাট, দৈনিক উর্মি বাংলা প্রতিদিন’র খাইরুল ইসলাম, দৈনিক জামালপুর কণ্ঠ’র রিতেশ কর্মকার এবং দৈনিক স্বদেশ প্রতিদিনি’র মো. মোক্তারুজ্জামান মুক্তা প্রমূখ।
বাংলাদেশ সময়: ২:৩২ অপরাহ্ণ | সোমবার, ২৫ এপ্রিল ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel