এনামুল হক, শেরপুরঃ | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | পড়া হয়েছে 67 বার
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস উপলক্ষে শেরপুরে স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের অংশ গ্রহণে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর জেলা সরকারী গণগ্রন্থাগারের আয়োজনে ১৮ ফেব্রুয়ারী শনিবার বিকেলে গ্রন্থাগার মিলনায়তনে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় গণগ্রন্থাগারের লাইব্রেরীয়ান সাজ্জাদুল করিম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিদের মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে রচনা প্রতিযোগিতায় পৃথক ২ টি গ্রুপ, স্নাতক ও সর্ব-সাধারণের জন্য পৃথক ২ টি গ্রুপ এবং চিত্রাংকন প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে পৃথক ২ টি গ্রুপ অংশ নেয়।
বাংলাদেশ সময়: ৭:৪৬ অপরাহ্ণ | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel