
এনামুল হক,শেরপুরঃ | বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১ | পড়া হয়েছে 66 বার
শেরপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।২২ডিসেম্বর-২০২১খ্রিঃ বুধবার”শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প”এর আওতায় পরিবেশ অধিদপ্তর,শেরপুর জেলা কার্যালয় কর্তৃক শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৬ এর বিধিমালা লঙ্ঘনের দায়ে শেরপুর সদর উপজেলার নবীনগর এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার,বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহনাজ ফেরদৌস।মোবাইল কোর্টে ০৬টি গাড়িকে মোট ১৯হাজার টাকা জরিমানা ধার্য্য ও আদায় করা হয়।মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর,শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক নয়ন কুমার রায়।এসময় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও একই দিনে শেরপুর পৌর শহরের খরমপুর মোড়স্থ বেশ কয়েকটি সোনার গহনা তৈরির কারখানা ও দোকান পরিদর্শন করেন শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার,বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহনাজ ফেরদৌস। এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে আইন ও পরিবেশ সম্মতভাবে প্রতিষ্ঠান পরিচালনা করার বিষয়ে পরামর্শ প্রদান করেন তিনি।
বাংলাদেশ সময়: ১:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel