
মাহদী হাসান সিয়াম,ক্রাইম রিপোর্টার শেরপুর: | বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
(২৯ সেপ্টেম্বর) বুধবার শব্দদূষণ নিয়ন্ত্রণে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের রজনীগন্ধা সম্মেলন কক্ষে সকাল ১১ঘটিকায় পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প-এর আওতায় পরিবহন চালক/শ্রমিক ও শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালার অনিষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) ফরিদ আহমদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পুলিশ সুপার জনাব মোঃ হাসান নাহিদ চৌধুরী, শেরপুর স্থানীয় সরকারের উপপরিচালক এ. টি. এম. জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, মেডিকেল অফিসার ড. নাহিদ কামাল প্রমুখ। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব ও উদ্বোধন করেন জেলা প্রশাসক শেরপুর জনাব মোঃ মোমিনুর রশিদ।
Posted ১২:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।