
আতিক এনামুল হক,শেরপুরঃ | শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
শেরপুরে রাস্তা প্রশস্থকরণ ও মেরামত কাজের উদ্বোধন করলেন হুইপ
শেরপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তা প্রশস্তকরণ ও মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে।৪ ডিসেম্বর শনিবার দুপুরে শেরপুর সদর উপজেলার ১নং কামারেরচর ইউনিয়নের ৬নং চর থেকে কামারেরচর বাজার পযর্ন্ত রাস্তা প্রশস্তকরণ ও মেরামত কাজের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। শেরপুর স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান বলেন ৯.০৬০ কিলোমিটার দৈর্ঘ্যের সিসি রাস্তাটি প্রশস্তকরণ ও মেরামত কাজে ব্যায় হবে ৯কোটি ৩১লক্ষ ১৬হাজার টাকা। এসময় আরো উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান,সদর উপজেলার প্রকৌশলী সালমান রহমান রাসেল,কামারেরচর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব,জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা,জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিলসহ ইউনিয়ন আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
Posted ৬:০৩ অপরাহ্ণ | শনিবার, ০৪ ডিসেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।