মাহদী হাসান সিয়াম,শেরপুর: | শুক্রবার, ০৮ অক্টোবর ২০২১ | প্রিন্ট
শেরপুর যাত্রা শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন রূপসী। ৭ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৪ টায় শেরপুর জেলা শহরের মাধবপুর উৎসব কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় স্বেচ্ছাসেবী সংগঠন রুপসীর সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান হান্নানের সঞ্চালনায় ও সভাপতি রুবেল মৃধার সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উক্ত কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য আসল কাজ শেরপুর এর সাধারণ সম্পাদক আবু সাঈদ, শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক জাহিদুল খান সৌরভ, ফেসবুক ভিত্তিক গ্রুপ প্রস্ফুটিত শেরপুর এডমিন প্যানেলের সদস্য দেবাশীষ কুমার সরকার ও রেদুয়ান রাশেদ। সমাপনী বক্তব্যে নবগঠিত কমিটির সভাপতি রুবেল মৃধা বলেন, আমরা শেরপুরের জন্য কাজ করি। এই জেলার বঞ্চিত মানুষের জন্য দৌড়াই। আমাদের সংগঠনের প্রত্যেক সদস্য মনেপ্রাণে বিশ্বাস করে এটি একটি স্বেচ্ছাসেবী ও অলাভজনক সংগঠন। আমরা ইতিমধ্যে বিভিন্ন উপজেলায় বৃক্ষরোপণ করেছি। মাদ্রাসায় গিয়ে এতিম অসহায়দের সাথে খাবার খেয়েছি। সামনে আমাদের রুপসী শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ হতে আরও কর্মসূচী পালন করা হবে। আমরা কাজে বিশ্বাস করি, সেলফি বাজিতে নয়। বক্তব্য ও পরিচিতি পর্ব শেষে নবগঠিত কমিটির সকলের গলায় আইডি কার্ড ঝুলিয়ে দেন প্রতিষ্ঠাতা সভাপতি রুবেল মৃধা।
Posted ৫:৪৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ অক্টোবর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।